ঈদের ছুটি শেষ! কর্মস্থলে ফেরা। কংক্রিটের নগরীতে। গ্রামের সবুজ পরিবেশ আর নির্মল বাতাস ছেড়ে রাজধানীর ঢাকা মুখো। দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শনিবার (৮ জুন) সকাল থেকেই ব্যস্ততম নৌরুট শিমুলিয়ার কাঁঠালবাড়ী ঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে ওভার লোডিং হয়ে পার হয়ে আসছে দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষ বেশির ভাগ মাদারীপুরের কাঁঠাল বাড়ীর ঘাটথেকে পদ্মা নদী। পাড়িদিয়ে।
শিমুলিয়া ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে আবার ব্যস্ত হয়ে উঠেছে শিমুলিয়া কাঁঠালবাড়ী নৌ পথ ও ঘাট এলাকা। ঈদ ফিরতি যাত্রায় যাত্রী দূর্ভোগ এড়াতে বাড়ানো হয়েছে ফেরি সংখ্যাও। এর আগে কম থাকলেও বর্তমানে ফেরি বহরে ৩ টি যোগ হয়ে মোট ১৮ টি ফেরি চলছে। এ ছাড়া ৮৭ টি লঞ্চ, সাড়ে ৪ শতাধিক স্পিডবোট রয়েছে। আবহাওয়া বৈরি হয়ে উঠলে ফেরিতে যাত্রীচাপ বেড়ে যায়। এছাড়াও সকাল থেকেই সরজমিনে দেখাগেছে ব্যক্তিগত ছোট ছোট গাড়ি ও পরিবহনের চাপ বাড়তে শুরু করেছে বিকেল সাড়ে ৫টায় ফেরিঘাট এলাকায় সকল প্রকার গাড়ির চাপ বেশি ছিল।
রাজধানীগামী যাত্রী বিল্লাল বলেন,'ঈদের ছুটি শেষ। ইচ্ছে না করলেও যেতে হচ্ছে। যোগ দিতে হবে কর্মস্থলে। আগে ভাগেই ফেমেলির সবাই মিলে রওনা হয়েছি, যাতে পথে ভোগান্তি না হয়।' অপর এক যাত্রী জানান, 'পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়েই ঘাটে আসতে হলো। বাড়ি যেতেও বাড়তি ভাড়া, আবার ফিরতেও বাড়তি ভাড়া। এটা মনে হয় না রোধ হবার।' এদিকে যাত্রীদের ফিরতি পথে ভোগান্তি এড়াতে শিমুলিয়া লঞ্চ ঘাটে প্রশাসনের তৎপরতা। ছিল না ‘ মাত্র ফায়ার সার্ভস এর ২ / ৪ ফায়ার ম্যন সংখ্যক। এদিকে বাস টারমিনালের বি আই ডব্লিউ টিসি র প্রথম গেইটে দেখাগেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন মাত্র ট্রাফিক পুলিশ। নেই ভ্রাম্যমান আদালতের টিম। বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক নাসির মোহাম্মদ জানান,ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে। পরিবহনের চাপ বাড়লেও ঘাট এলাকায় স্বাভাবিক ভাবেই গাড়ি ফেরিতে উঠা নামা করতে। কোন রকম ভোগান্তি নেই।' বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া
লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর শাহাাদাত হোসেন বলেন,'ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে। তবে লঞ্চে শৃঙ্খলার সাথে যাত্রী পারে নামানো হচ্ছে। ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের সুযোগ নেই। বাড়তি ভাড়াও নেয়া হচ্ছে না। যাত্রীরা নির্বিঘেœ পারা হচ্ছে।'