ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘ভূল প্রেম’ এটি রচনা করেছেন অপূর্ণ রুবেল। পরিচালনা করেছেন এল আর সোহেল। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, তাসনুভা তিশা, নুসরাত জান্নাত রুহী, ফারহাদ বাবু, রাসেলসহ অনেকেই। নাটকটির গল্পে দেখা যাবে মিতু আর জয়া দুই বান্ধবী। অন্যদিকে রবিন, রিতু, সাইফ, ঐশী একই ব্যাচের ছাত্র। একই বিষয় একই ক্যাম্পাসের সূত্রেই চারজনের গভীর বন্ধুত্ব। এদের মধ্যে রবিন আর রিতুর, সাইফ আর ঐশীর মধ্যে প্রেমের সম্পর্ক। চারজন মিলে ক্যাম্পাস মাতিয়ে রাখে। মাতিয়ে রাখে নিজেদের বন্ধুত্বও। মাঝে মধ্যে ঘুরতে যায়। কিন্তু বড়লোকের ছেলে সাইফের সাথে পেরে উঠে না গ্রাম থেকে আসা রবিন। তাল মেলাতে রাইড শেয়ারিং এর গাড়ি চালায়। নিজের নয় অন্য একজনের কাছ থেকে গাড়ি নিয়ে চালায়। সেটাও সবার চোখের আড়ালে। ক্লাস, আড্ডাবাজি প্রেম আর লুকিয়ে রবিনের গাড়ি চালানো মিলেই চলতে থাকে এই চার জনের গল্প। একদিন রবিনের মা অসুস্থ বলে গ্রামের বাড়ি যায় রবিন। ফিরে এসে চুপচাপ গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়। সেই গাড়ির যাত্রী হয় তার বন্ধু সাইফ ও প্রেমিকা রিতু। দুজনের কেউ টের পায় না চালকের আসনে তাদেরই বন্ধু রবিন। দুজন গল্প করছে। যে গল্পের সন্দেহ বাড়ে রবিনের। বুঝা যায় বড় একটা ঘটনা ঘটিয়ে ফ্ল্যাট থেকে নেমেছে তারা। কী সেই ঘটনা? জানতে হলে চোখ রাখতে হবে এটিএন বাংলায়। কারণ ঈদের ৬ষ্ঠ দিন নাটকটি রাত ১১ টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।