বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে রানা’র চত্বরে বিদায়ী অতিথিকে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা।
এ উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা, থানার সেকেন্ড কর্মকর্তা মনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান, আ.লীগ নেতা মুকুল হোসেন, জুলফিকার আলী, মখলেছুর রহমান মিন্টু, তীর্থ সলিল রুদ্র, সুজন প্রামানিক, জাহাঙ্গীর আলম জুয়েল, মিজানুর রহমান, কাউন্সিলর জালাল উদ্দিন, রহমত আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, সাবেক ছাত্রলীগ নেতা আনন্দ কুমার, কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু তৌহিদ রাজীব, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রোমান আহমেদ সোহাগ, আশরাফুল ইসলাম পায়েল প্রমূখ।