কিশোরগঞ্জের মিঠামইনে দুই গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দিন ইসলাম(৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। তিনি উপজেলার হাশিমপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সুরুজ মিয়ার নেতৃত্বে সরকারবাড়ি এবং হাছান মীরের নেতৃত্বে মীর বাড়ির লোকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ ও মামলঅ মোকদ্দমা চলে আসছিল। ঈদের আগের দিন বিকেলে সড়কের পাশে শিশুদের ফুটবল খেলা চলাকালে মীর বাড়ির একটি নারীর শরীরে পানির ছিটা লাগে এই ঘটনার জেড়ে ঈদের দিন বুধবার সকালে দুই বাড়ির মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসাও করা হয়। কিন্তু শনিবার সকালে মাইকে ঘোষনা দিয়ে দুই বাড়ির সমর্থকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে কৃষক দিন ইসলাম টেটাবিদ্ধ হয়ে নিহত হয়। মিঠামইন থানার ওসি জাকির রব্বানি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত মামলা দিতে আসেনি।