বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পৌর শহরের মালগুদাম এলাকায় সরকার অনুমোদিত বাংলা দেশি বৈধ মদের দোকানে চলছে অবৈধ ক্রেতার দিয়ে মাদকের রমরমা বাণিজ্য। সেখানে সরকারি লাইসেন্সধারী মাদক সেবীদের কাছে বাংলা মদ বিক্রির কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের কাছে দেদার বিক্রি করা হচ্ছে। এতে রাস্তা-ঘাটে মাদকসেবীদের মাতলামির যন্ত্রণায় পার্শ্বে মসজিদের মুসল্লিসহ সাধারন মানুষজন প্রতি নিয়ত নাজেহাল হতে হচ্ছে বলে সান্তাহার সচেতন মহলের অভিযোগ। এ অবস্থা থেকে রেহাই পেতে মদের দোকানের উচ্ছেদ অথবা অন্যত্র হস্তান্তর করার দাবী জানিয়েছে স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহার পৌর শহরের তিনটি হরিজন কলোনি থাকার কারণে দীর্ঘদিন থেকে এই মদের দোকানটি চালু রয়েছে। সান্তাহারে লাইসেন্সধারী ক্রেতার সংখ্যা প্রায় ১ হাজার জন। কিন্তু এখানে তালিকা মেনে মদ বিক্রি করেন না বিক্রেতা। প্রতিদিন সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মাদকের আড্ডা চলে। উঠতি বয়সী যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখানে মদ কিনতে আসে।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোর, যুবকসহ নানা বয়সের লোকজন এসে মদের দোকানের সামনে ভিড় করেছে। কিন্তু মদের দোকানের বিক্রেতা গৌতম কুমার সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে মদ বিক্রি বন্ধ করে দেন। এ সময় দোকানের সামনে অতিরিক্ত মদ্যপান করে হাসান, সুমন, রতন নামের তিন কলেজ ছাত্রকে মাতলামি করতে দেখা যায়। পরে এলাকাবাসী তিন জনকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে অন্য ক্রেতারাও পালিয়ে যায়। মদের দোকানের পাশে মুসজিদের মুসল্লি মোজাম্মেল হক বলেন, মদের দোকানটি বন্ধ করে দেওয়া অতি জরুরী। বাংলা মদের বিক্রেতা গৌতম কুমার জানান, নির্ধারিত ক্রেতা ছাড়াও মদ কিনতে বাইরের লোকজন আসে। বিক্রি করতে না চাইলে মারামারি ও ভাঙচুর শুরু করে। তাই বাধ্য হয়ে তাদের কাছে মদ বিক্রি করি।
আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ ওসি মুনিরুল ইসলাম বলেন, সরকারের অনুমোদিত দোকানে মদ বিক্রি চলছে। সেখানে কে মদ কিনছে বা খাচ্ছে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখবে। তবে সুইপারের লোকজনের কারণে মদের দোকান বন্ধ করা যায় না। তবে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আমরা দেখবো।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।