নওগাঁর মান্দায় ১৫০ বোতল ফেনসিডিলসহ জুয়েল রানা (২০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জোতবাজার-আত্রাই রাস্তার নুরুল্লাবাদ ইউনিয়নের ডিজিটালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর বাগিচাপাড়া গ্রামের একরামুল হকের ছেলে। তার নিকট থেকে ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত একটি এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। যার নম্বর গোপালগঞ্জ ল-১৩৮৮।
আটক জুয়েল রানা জানান, আমি ও একই এলাকার আবদুল করিম দুটি মোটরসাইকেলে ৫০০ বোতল ফেনসিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ঢাকার সাভার যাচ্ছিলাম। পথে উল্লিখিত স্থানে আমি দুর্ঘটনা শিকার হলে অপর মোটরসাইকেলে আবদুল করিম পালিয়ে যায়। পলাতক আবদুল করিম শিবগঞ্জ আজমতপুর বাগিচাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে নিশ্চিত করেছে আটক জুয়েল রানা।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ডিজিটাল মোড় এলাকায় একটি বাছুরের সঙ্গে ধাক্কা লেগে মাদক ব্যবসায়ি জুয়েল রানা মোটরসাইকেলসহ রাস্তার পাশে ছিটকে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় জুয়েল রানাকে আটক করে পুলিশ। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে ১৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।