নারায়নগঞ্জের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নজরুল চৌধুরীর (৪৬) অর্ধগলিত লাশ জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামের ভরতের পাড় এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার এসআই মোঃ জসিম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা রাতে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। কুমিল্লা জেলার সালধর এলাকার বাসিন্দা মৃত রুকুমিয়া চৌধুরির পুত্র নিহতের বড়ভাই মোঃ সুলতান জানান, নজরুল দীর্ঘ ২০-২৫ বছর ধরে নারায়নগঞ্জ জেলার বাবুরাইল এলাকায় বাসা ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে এবং সেখানে থেকে স্বর্ণের ব্যবসা করছে। বাবুরাইল এলাকায় চৈতি জুয়েলার্স নামক সোনার দোকানের মালিক নজরুল। গত রবিবার (০২ জুন) সকালে বাসা থেকে দোকানের উদ্দেশ্যে ৫০ হাজার টাকা ও বেশকিছু স্বর্ণ ও রূপার অলংকার নিয়ে বের হয়ে নজরুল নিঁখোজ হয়। সোমবার তার পুত্র মুন্না চৌধুরী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরে পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নজরুলের মোবাইলের সর্বশেষ অবস্থান বরিশালের উজিরপুর এলাকায় পায়। যা নিশ্চিত হয়ে ঈদের দিন উজিরপুরে এসে নজরুল চৌধুরীর সন্ধান চালানো হলেও কোন খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় উজিরপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের উদ্ধার হওয়া লাশের খবর পেয়ে শনিবার দুপুরে তারা বরিশাল মর্গে এসে নজরুলের লাশ হিসেবে সনাক্ত করেন। এ ঘটনায় নারায়নগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হবে। স্বজনদের দাবী নজরুল চৌধুরীকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।