পাবনার চাটমোহরস্থ অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার জাগ্রত পাবনার চলনবিল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও বন্ধুমেলা স্থানীয় বওশাঘাট বটমূলে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো গুমানী নদীতে নৌবিহার,গণসঙ্গীত,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ সমাজী ফাউন্ডশনের চেয়ারম্যান এলজিইডির প্রকল্ড পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক টুটুল সমাজী। অনুষ্ঠানে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ স ম বায়েজিদ উল ইসলাম,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ জাগ্রত পাবনার চলনবিল গ্রুপের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।