বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত হয়েছে ৭জন। গুরুতর আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোস্তফা হাওলাদারের সাথে তার ভাই মাওলা হাওলাদারের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে মোস্তফা হাওলাদারের সাথে মাওলার বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষ বাধে। এ সময় মাওলা, সরোয়ার ও কবির হাওলার মিলে মোস্তফা হাওলাদারের পরিবারের উপর হামলা করে গুরুতর আহত করে মোস্তফা হাওলাদার, স্ত্রী মিনারা বেগম, তার মেয়ে লামিয়া, তানিয়া, মহিমা, ননদ নাসিমা, দেবর স্বপন হাওলাদারসহ ৭জন আহত হয়। এদের মধ্যে আহত ৪জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই রাতেই মোস্তফা হাওলাদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।