বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেফতার করে। অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের মেয়ে বিউটি বেগমকে চার বছর পূর্বে আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে জানে আলম সরদারের সাথে সামাজিক ভাবে বিয়ে দেয়া হয়। বিয়ে দেয়ার সময় তাদের চাহিদা মত জিনিসপত্র দেয়া হয়েছে। সম্প্রতি জানে আলম স্ত্রী বিউটিকে পিতার বাড়ি থেকে ৫লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দিতে থাকে। টাকা আনতে বিউটি বেগম অস্বীকৃতি জানালে তাকে ৬জুন সকালে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে স্বামী জানে আলম। এমনকি বিউটিকে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে থেতলে দেয় পাসন্ড স্বামী। স্থানীয়রা বিউটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে বিউটির পিতা সোহরাব হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নকিব আকরাম নির্যাতনকারী স্বামী জানে আলমকে (৩০) ওই দিন রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।