কয়রায় সুন্দরবন ছাত্র কল্যাণ সমিতি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা গত বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা সরকারী মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।সুন্দরবন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি অহিদুজ্জামান সাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও মোঃ হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এ্যাড. মনজুরুল আলম নান্নু,মোঃ ইমরুল হাসান মামুন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্যাহ প্রমুখ। আলোচনা শেষে অতিথি বৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।