দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিঁউ মন্দির প্রাঙ্গনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কাহারোল উপজেলার কান্তজিঁউ মন্দির, কান্তজিঁউ ব্রীজ ও নয়াবাদ মসজিদে এ উপচে পড়া ভীড় দেখার মতো। ঈদের পর দিন থেকে এখানে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের ভীড় জমায়। সৌন্দর্য উপভোগের আনন্দকে ম্লান করে দেয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ আনন্দ।
উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ছাড়াও আশেপাশের হাজার হাজার মানুষ এ আনন্দ উপভোগ করতে মাইক্রোবাস, অটো রিক্সা এবং মটর সাইকেলসহ নানা ধরণের যানবাহন যোগে এখানে আসে বিনোদনের জন্য। ঈদ আনন্দ নিরাপদ এবং নির্বিঘœ করতে কাহারোল থানা ও টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার ঈদ আনন্দে আসা পর্যটকেরা জানান, কান্তজিঁউ মন্দিরকে ঘিরে দৃষ্টি নন্দন পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। তবে এজন্য প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতায় ঐ স্থানে পরিকল্পিত পিকনিক স্পট এবং আবাসন সুবিধা গড়ে তোলা। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহম্মেদ বলেন, পর্যটকদের সুবিধার্থে ইতোমধ্যে ঐ স্থানে বেশ কিছু স্থায়ী বেঞ্চ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ভবিষ্যতে স্থানটিতে যাতে প্রকৃত পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয় সেই উদ্যোগ নেওয়া হবে। দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, অচিরেই কান্তজিঁউ মন্দিরের এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।