সোনারগাঁ উপজেলার ভট্টপুর এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একই পরিবারের ২জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়ি ঘরে হামলা চালিয়ে মার-ধর ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটে। আহত ১জনকে মূমুর্ষ অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। পুলিশ শাহআলী নামে একজনকে আটক করেছে। এ ঘটনার পর থেকে পুরো ভট্টপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকায় ভট্টপুর গ্রামের জায়েদার ২শতাংশ লীজ কৃত জমিতে জোর করে শাহজালাল ঘর র্নিমান করে। এ ঘটনায় একাধিকবার বিচার সালীস করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ নিয়ে বাধাঁ দিতে গেলে ভূমিদস্যু শাহজালালের ও জায়েদার সাথে বাক-বিতন্ডা হলে গতকাল দুপুরে শাহাজালালের ছেলে সন্ত্রাসী শাহআলী, অজিত, জিসান সাজেদা বেগমসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জায়েদার বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ি ঘর ভাংচুর নগদ টাকা ও স্বর্ণলংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে মারাতœক আহত করে। হামলায় আহত আঃ করিম সিকদার ও তার স্ত্রী জায়েদাকে উদ্ধার করে অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত জায়েদার স্বামী আঃ করিম সিকদার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনির জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে।
সোনারগাঁ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। জরিত থাকার অভিযোগে শাহআলী নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।