বগুড়ায় দু'পরিবারের বিবাদ নিয়ে আল আমিন (১৮)নামের এক যুবক খুন হয়েছে-
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বগুড়া সদরের কুটুরবাড়ী এলাকায়।
নিহত আল আমিন বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পুলিশের একটি দায়িত্বশীল স্থানীয়দের উদ্ধৃত করে জানান, বাদশা মিয়ার সঙ্গে প্রতিবেশী ইয়াকুব আলীর পারিবারিক বিরোধ চলছিল বেশ কিছু দিন যাবত । গত মঙ্গলবার ঈদের আগের দিন ইয়াকুব আলীর একটি ছাগল বাদশা মিয়ার বাড়িতে প্রবেশ করে রান্না ঘরে রাখা ভাত খেয়ে ফেলে।
এর ঘটনার জের ধরে বৃহস্পতিবার আবারও উভয়ের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যয়ে ইয়াকুবের লোকজন ফালা (বল্লম) দিয়ে বাদশার ছেলে আল আমিনের পেটে আঘাত করে। পরে তাকে গুরুতর আহত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আল আমিন মারা যায়
অপর দিকে একই দিন রাতে শহরের রহমান নগর এলাকায় আশা নামের এক কুখ্যাত সন্ত্রাসী দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের রহমাননগর এলাকায় এর আগে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় । লোকমুখে খবর পেয়ে পুলিশ তাকে মূমুর্ষঅবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়।