মুলাদীতে বাবার সাথে আড়িয়ালখাঁ নদে গোসল করতে গিয়ে ছেলে নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়া উদ্দীন মনিরের পুত্র শাফাওয়ান (৭) মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর নন্দীরবাজার লঞ্চঘাট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান বৃহস্পতিবার দুপুরে জিয়া উদ্দীন মনির ছেলেকে নিয়ে আড়িয়ালখাঁ নদে গোসলে গেলে এক পর্যায়ে তার ছেলে শাফাওয়ান পানিতে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুজি করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে শুক্রবার সকালে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি এনে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।