মুলাদীতে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানের অভিযোগ পাওয়া গেছে। মুলাদী থানা পুলিশ উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট বাজারের চায়ের দোকানদার ইমরান তালুকদারকে ২পিস ইয়াবা দিয়ে মাদক মামলায় অভিযুক্ত করে জেল হাজতে প্রেরণ করেছে বলে ব্যবসায়ীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। ইমরান তালুকদারের বড়ভাই মনির তালুকদার জানান গত ৩ জুন দিবাগত রাত ১টার দিকে মুলাদী থানার এসআই জুবায়ের ও এএসআই আল আমিন নাতিরহাট বাজারে গিয়ে ইমরানের সাথে কথা আছে বলে বাড়ি থেকে বাজারে আসার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশ পেয়ে ইমরান তার বড়ভাই মনিরকে নিয়ে বাজারে আসলে কোনো কারণ না জানিয়েই পুলিশ তাকে চায়ের দোকান খুলতে বলে। কিন্তু ইমরান নিজে দোকান না খুলে পুলিশের হাতে চাবি তুলে দেয়। এসআই জুবায়ের দোকান খুলে তল্লাশির নামে দোকানের মধ্যে প্রবেশ করে এবং তার হাতে থাকা ২পিস ইয়াবা দোকানে রেখে দেয় এবং ওই ইয়াবা দোকানে পাওয়া গেছে বলে দাবী করে। ওই সময় ইমরানের ভাই মনির তালুকদার তার মোবাইল ফোনে পুলিশের সকল কর্মকা-ের ভিডিও চিত্র ধারণ করে এবং পরবর্তীতে পুলিশকে চ্যালেঞ্চ করে। কিন্তু পুলিশ কোনো কথার কর্ণপান না করে মাদক মামলায় অভিযুক্ত করে ইমরানকে গ্রেফতার করে এবং ৪ জুন সকালে জেলহাজাতে প্রেরণ করে। পুলিশ ইয়াবা দিয়ে চায়ের দোকানদারকে ফাঁসানোর বিষয়ে ভুক্তভোগীর পরিবার পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চায়ের দোকানে ইয়াবা থাকার প্রমাণ পেয়েছি। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু জানান নাতিরহাট বাজারের একাধিক ব্যবসায়ী পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং পুলিশের কর্মকা-ের ভিডিও ফুটেজ রয়েছে।