মুলাদীতে বাবার সাথে অভিমান করে মেয়ে বিষপানে আতœহত্যা করেছে। গত ৪জুন রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষা গ্রামের হেলাল উদ্দীন বেপারীর কিশোরী মেয়ে সুমাইয়া (১৪) বিষপান করে এবং গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হেলাল উদ্দীন বেপারীর স্ত্রী জাহানারা বেগম জানান ঈদের আগের দিন সুমাইয়া জুতা ও কসমেটিক্স কেনার জন্য তার বাবার সাথে মুলাদী বন্দরে আসার বায়না ধরে। কিন্তু তার বাবা তাকে না নেওয়ায় সে তার বান্ধবীদের সাথে মুলাদী বন্দরে গিয়ে জুতা কিনে আনে। সন্ধ্যার দিকে তার বাবা বাসায় ফিরলে সুমাইয়ার মুলাদী বন্দরে যাওয়ার বিষয়টি নিয়ে মেয়ের প্রতি রেগে যায়। এতে অভিমান করে ওই দিন রাতে সুমাইয়া ঘরে থাকা ইদুর মারার ঔষধ খেয়ে আতœহত্যার চেষ্টা চালায়। সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়। সুমাইয়া কিছুটা সুস্থ্য হলে ঈদের দিন তাকে বাড়ি নিয়ে যায়। শুক্রবার সে পুনঃরায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে আবার মুলাদী হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।