কিছুদিন আগের কথা। ভারতের তেলেগু ভাষার ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ ছবিতে অভিনয় করেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। শিবা গণেশ পরিচালিত এ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান মেঘলা। এ ছবির পর নতুন আরেকটি তেলেগু ছবির কাজ শুরু করেছেন তিনি। এরইমধ্যে এ ছবির ৭০ ভাগ শুটিংও সম্পন্ন হয়েছে। এ ছবির বিষয়ে মেঘলা মুক্তা বলেন, নতুন ভৌতিক গল্পের একটি তেলেগু ছবির ৭০ভাগ কাজ শেষ করে বাংলাদেশে ফিরেছি। নতুন এ ছবির নাম ‘ইয়্যারা চ্যারা’। পরিচালনা করছেন সুমন।
ভারতের হায়দারাবাদে এর দৃশ্যধারনের কাজ হয়েছে। আমার বিপরীতে তামিল নায়ক শ্রীকান্ত অভিনয় করছেন। এখানে প্রধান একটি চরিত্রে কাজ করছি। তেলেগু নতুন এ ছবির বাকি কাজ কয়েকদিন পরপরই শুরু হবে। আমি নতুন এ কাজটি নিয়ে বেশ আশাবাদী। মেঘলা মুক্তা অভিনীত নতুন এ ছবিটির প্রোডাকশন হাউজের নাম শ্রী সুমন ভেনকাটাডরি প্রোডাকশনস। উল্লেখ্য, বাংলাদেশে মডেলিংয়ের পাশাপাশি মেঘলা অভিনয় করেছেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ এর মত দর্শক প্রশংসিত ছবিতে।