নওগাঁর ধামইরহাটে সেচ্ছাসেবী সামাজিক প্রিয়জন যুব সংগঠনের উদ্যোগে ১৫০টি অসহায়, এতিম ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১লা জুন থেকে সংগঠনের সভাপতি মো. শাফি আরমান শুভ‘র নেতৃত্বে সংগঠনের উদ্যোগে উপজেলার ৩ নং আলমপুর, ৪ নং উমার এবং ৫ নং আড়ানগর ইউনিয়নের ১৫০টি অসহায়, গরীব ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি, দুধসহ নানান উপকরণ বিতরণ কার্যক্রম চলে। এই কার্যক্রম ঈদের দিন পর্যন্ত চলতে থাকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামিউল বাসির রাহি, সদস্য মো. রাব্বানী, শামিম রেজা, আসিক রহমান, আকাশ হোসেন, সাদ্দাম হোসাইনসহ সংঠনের সকল সদস্যবৃন্দ প্রমুখ। সংগঠনের সভাপতি মো. শাফি আরমান শুভ জানান, ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি আর সেই খুশিকে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে সমান ভাবে ছড়িয়ে দিতে আমরা আমাদের সংগঠন থেকে পাশে দাড়িয়েছি। আগামীতে আরো বড় পরিসরে ভারো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। গত ঈদুল ফিতরেও উপজেলার ৯৫ টি পরিবারের মাঝে তারা ঈদ সামগ্রী বিতরণ করেছিলেন।