নগরীর উত্তর আমনতগঞ্জ এলাকা থেকে শুক্রবার সকাল ১১টার দিকে আবদুস সালাম (৩৫) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) গোলাম কবির জানান, উত্তর আমনতগঞ্জ এলাকার নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের পুকুর পাড়ে পাইলিংয়ের বাঁশে সালামের মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত সালামের বাড়ি পলাশপুর এলাকার ইসলামপুরে। ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।