দেশ ও জাতির অগ্রগতি এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ। ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ঈদ ও ঈদের জামায়াতকে ঘিরে পুরো বরিশাল জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।