ঈদ-উল ফিতরের দিন দুপুর দুইটার দিকে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র তাওহিদুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি ঘটেছে জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামে। নিহত তাওহিদুল ইসলাম ওই গ্রামের আবদুস ছালাম মৃধার পুত্র ও ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঈদের ছুটিতে সে বাড়িতে এসেছিলো।