গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঈদের ছুটিতে বরিশালের বাবুগঞ্জে দর্শনীয় এলাকায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে জন¯্রােত সৃষ্টি হয়েছে। ঈদের দিন বুধবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। এতে বিনোদন কেন্দ্রগুলো পরিণত হয় মানবপ্রাচীরে। বিনোদনপ্রিয় হাজারো মানুষের উপস্থিতিতে বাবুগঞ্জ উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী রানী দূর্গাবর্তীর দূর্গা সাগর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যাদুঘর, আঞ্চলিক কৃষি গবেষণা ইনষ্টিটিউট(নারিকেল বাগান), গুটিয়া বায়তুল আমান জামে মসজিদ সহ চিরচেনা বিনোদন স্পটগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এসব এলাকায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে লোকেলোকারণ্য হয়ে উঠেছে। এছাড়াও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ও মেজর জলিল সেতুর ঢালে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভির। সেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে অসংখ্য দোকান। সেখানেও নেমেছে মানুষের ঢল। শিশু, কিশোর-কিশোরী থেকে বিভিন্ন বয়সের নারী, পুরুষ এসে আনন্দে মেতেছেন। বিনোদন পিয়াসী নারী পুরুষ, শিশু জড়ো হয়েছেন বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপরও। সেতুর রেলিং ধরে নদীর সৌন্দর্য্য উপভোগ করছেন শত, শত নারি পুরুষ। তারা নদীরপাড় থেতে নদীর প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকন করেন। উপজেলার এসব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে গভীর রাত পর্যন্ত বিনোদন পিয়াসীদের নিরাপত্তায় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সদা তৎপর। উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র দূর্গা সাগরে ঈদ আনন্দে মেতে থাকা হাসান মাহামুদ ও আসমা আক্তার দম্পতি বলেন, এখন সন্তান নিয়ে সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে আসছি। এ ছাড়া অতিরিক্ত ভিড়ের কারণে দূর্গা সাগরে ঢুকতে একটু বেগ পোহাতে হয়েছে। তারপরও বছরের অন্য দিনগুলোতে কাজের চাপ থাকায় ঈদের ছুটির সুযোগে স্ত্রী-সন্তান নিয়ে সময় কাঁটাতে এসে এত ভালো লাগবে কখনো কল্পনাও করিনি। এখন মনে হচ্ছে কাজের ভিড়েও মাঝেমধ্যে বেড়াতে আসা উচিত হবে। সপরিবারে বেড়াতে আসা গৃহিণী লাইজু আক্তার বলেন, ঈদের দিন আতিথেয়তায় ব্যস্ত থাকাতে আজ বেড়াতে বের হলাম। বাচ্চাদের নিয়ে বেড়াতে বের হওয়ার সময় খুব একটা হয় না। তবে সবাই একসঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে খুশি তারা। আর তাদের খুশি মানেই আমাদের খুশি।