পিরোজপুরের স্বরূপকাঠীতে ঈদ উপলক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম সর্বস্তারের মানুষের সাথে ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকার উন্নয়নের বিষয়ে মত বিনিময় সভায় আলোচনা করেন। উপজেলা প্রশাষনের উদ্যেগেউপজেলা মিলনায়তনে গতকাল বেলা ১১:০০টায়এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবেবক্তব্য করেনগৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কানাই লাল বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান আবদুল হক, পৌরমেয়র গোলাম কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন,উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।
এর আগে মন্ত্রি স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, আপনারা প্রধান মন্ত্রীর জন্য দোয়া করিবে তিনি ক্ষমতায় না আসলে এ দেশ উন্নয়নের জন্য বড় বড় প্রকল্ল বাস্তবায়ন হত না। তিনি প্রশাসনের উদেশ্যে বলেন, সন্ত্রাস,মাদক, ইফটেজি, চাদাবাজি যে কোনো ধরনের অপরাধে সাথে জড়িতরা আমাদের লোক না, কোনো ভাবেই তাদেরকে ছাড় দেয় যাবে না।