নওগাঁর পোরশায় ইউনিয়ন সমূহে ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে গরু, ছাগল, মুরগী ও দোকান ঘর উপকরন বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সরাইগাছি মোড় আদিবাসী গরু খামারে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের পরিকল্পনা ও তত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ছয় ইউনিয়নের ৬৯জন অসহায় ভিক্ষুককে পুর্নবাসনের প্রথম পর্যায়ে ৩৫জনের মাঝে উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। অন্যন্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।