ভোলাহাট বিএনপি উপজেলা শাখা ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ৩ জুন সোমবার ভোলাহাট মোহবুল্লাহ কলেজে মাঠে ১০সহ¯্রাধীক নেতাকর্মী ও সর্মথকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমিনুল হক। উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুণ অর রশিদ। এ সময় নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম মজিদুল হক, নাচোল পৌর বিএনপি সাধারণ সম্পাদক দুরুল হোদাসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠনে উপজেলার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী সর্মথকেরা উপস্থিত হওয়ায় বিএনপিতে আশার আলো দেখা দিয়েছে বলে জানান। এদিকে গোহালবাড়ী ইউপি সদস্য ইয়ারুল হক তার বাড়ীতে এলাকার এয়াতিম ও অসহায় মানুষদের জন্য ইয়তারের আয়োজন করেন।