পবিত্র রমজানের শেষ দিনে বগুড়া শহরের সাতমাথায় প্রকাশ্য দিনের বেলায় শান্তি পূর্ন বিএনপির মিছিলে হামলা চালিয়েছে উশৃংখল ছাত্রলীগের কর্মীরা। বিএনপি প্রার্থী জিএম সিরাজের পক্ষে প্রচারণার সময় জেলা ছাত্রদল সভাপতি আবু হাসানকে রক্তাক্ত জখম ও সাংবাদিক সহ অন্যান্যের জখম করার ঘটনায় গ্রেফতার হয়েছে ছাত্রলীগ নেতা জুলকার নাইম।বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায় ,মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথায় বিএনপি প্রার্থী জিএম সিরাজের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে যান বিএনপির একদল নেতা কর্মি। তারা সাতমাথা এলাকায় শাান্ত পূর্ন প্রচারণা চালানোর সময় ছাত্রলীগের একদল উশৃংখল নেতাকর্মি তাদের উপর আতর্কিতে হামলা চালায়। এ সময় তারা লাঠি নিয়ে চিৎকার করে বিএনপি কর্মীদের ধাওয়া দেয়।
ধাওয়া উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা সেখানেই অবস্থান নিলে ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা হিংস হায়েনার মত তাদের উপর ঝাপিয়ে পরে। ছাত্রলীগ কর্মীরা আশপাশের আখের শরবতের দোকানে মজুদ আখ গুলোকে লাঠি হিসেবে ব্যবহার বিএনপি নেতা কর্মিদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রলীগের কর্মিদের লাঠিপেটায় সাবেক এমপি হেলালুজ্জামান লালু সহ সিনিয়র নেতারও অসহায় ভাবে দৌড় দিয়ে নিজেদের মারের হাত থেকে রক্ষা করে।এসময সেখানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক সূমন সরদার মামুনুর রশিদ সাইনকে বেধড়ক মারপিট করে। এ সময় ছাত্রলীগ কর্মীদের পারপিটের শিকার হয় বেশ কয়েকজন সাংবাদিক।
জেলা ছাত্রদলের সভাপতি সহ অণ্যদের মারপিট করার একপর্যায়ে তারা পুলিশ বক্সের ভেতরে আশ্রয় নেয়। পরে সেখানেও ছাত্রলীগের কর্মীরা ঢুঁকে পড়ে তাদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে আবু হাসান নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে চলে যায় ছাত্রলীগ।
ঘটনার সময় হামলার ছবি ও সংবাদ সংগ্রহকালে হামলাকারি ছাত্রলীগের কর্মিদের হাতে আহত হয় ৭ সাংবাদিক। এ দিকে ঘটনার প্রতিবাদে তৎক্ষনাৎ সাংবাদিক নেতারা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
অপর দিকে ঈদের প্রাক্কালে প্রকাশ্য দিবালোকে, বিএনপির শান্তিপূর্ন প্রচারনায় হামলার ঘটনায় শহরের সর্বত মি¯্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন পিশাজীবি এ ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে পরে ওই হামলার ভিডিও চিত্র দেখে জুলকার নাইম নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ইন্সক্টের (তদন্ত) রেজা।