গুণী সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু গানে কন্ঠও দিয়েছেন তিনি। এবার নতুন গানের ভিডিও চমক নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন ইমন। প্রয়াত সংগীতশিল্পী লাকী আখন্দের বিখ্যাত গান ‘এই নীল মণিহার’ নতুনভাবে তৈরি করেছেন তিনি। এস এম হেদায়েতের লেখা এ গানটি নতুনভাবে সংগীত করেছেন শওকত আলী ইমন। গেয়েছেনও তিনি। গানটিতে তার সঙ্গে মডেল হিসেবে রয়েছেন মিস ওয়ার্ল্ড ফ্লোরিডা রামিনা আশফাক। যুক্তরাষ্ট্রে বড় হলেও সে পাকিস্তানি বংশোদ্ভূত। শওকত আলী ইমন বলেন, কিংবদন্তি সুরকার লাকী আখন্দের অন্যতম গান এটি। তিনি আমার অত্যান্ত ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ। এ গানটিও আমার অত্যান্ত প্রিয়। তাই গানটি নিজের কন্ঠে তুললাম। এর সঙ্গে একটি ভিডিও করেছি। এর শুটিং পুরোটাই হয়েছে আমেরিকায়। আমার নিজস্ব চ্যানেল ‘ইমন শওকত’ এ গানটি প্রকাশ করবো। আমার বিশ্বাস ভালো লাগবে গানটি।