রুদ্র হকের রচনা ও চিত্রনাট্যে লিপি আইচ নির্মাণ করেছেন নাটক ‘সমুদ্রমানব’। ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘সমুদ্রমানব’। নাটকটির দুই কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও প্রভা। কক্সবাজার সমুদ্র সৈকত ও এর আশেপাশের পাহাড়ি অঞ্চলে সম্প্রতি চিত্রায়িত হয় নাটকটি। আসছে ঈদে দেশ টিভিতে প্রচারিত হবে নাটকটি। সমুদ্র সৈকতে প্রতিদিনই একটা লাশ ভেসে আসছে। স্থানীয় লোকজনের দাবি, বেওয়ারিশ প্রতিটি লাশই দেখতে একই রকম। একই মানুষ। তাকেই রোজ দিনের আলোয় ঘুরে বেড়াতে দেখা যায়। নিজেকে দাবি করে সে সমুদ্রমানব। সৈকতে আলোড়ন পড়ে যায়, তার অদ্ভুত কর্মকাণ্ডে। সমুদ্রে ঘুরতে যাওয়া প্রভা অনুসন্ধানে নামে, কে এই সমুদ্রমানব? নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা রুদ্র হক বলেন, “এটি মূলত আমার কবিতা ‘বিচ রিপোর্ট’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। নাটকে মানুষের অন্তর্গত প্রকৃতিপ্রেমের একটি অনন্য কাহিনিভাষ্য রচিত হয়েছে। নাটকের একটি অংশে আধুনিক চিত্রকলার অন্যতম সংযোজন ইনস্টলেশন আর্ট-এর একটি পারফর্মেন্সও যুক্ত করেছি। জানিনা নির্মাতা কতটুকু সফল হয়েছেন। দর্শকই অনুপ্রাণিত হলেই আমরা স্বার্থক হবো।”
নির্মাতা লিপি আইচ বলেন, “এটা খুবই ভালো একটা কনসেপ্ট। খুব চমৎকার গল্প ছিলো। নির্মাণ করতে পেরে ভালো লেগেছে। অভিনেতারাও খুব কো-অপারেটিভ ছিলেন। প্রভা-জোভান দু’জনই বেশ ভালো করেছেন। নাটকটি ঈদেই দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরে বেশি ভালো লাগছে।”
নাটকটিতে জোভান-প্রভা ছাড়াও অভিনয় করেছেন-মাহবুব শাহিন, সেলিম রেজা, ফিরোজ, এক ঝাঁক শিশু ও বেশকিছু পর্যটক। টেলিহোম প্রযোজিত নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে।