আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই মোঃ বিল্লাল হোসেন শেখ অভিযান চালিয়ে সিআর-১৫৫/১৮ (ওয়ারেন্ট) আসামি বড়দল গ্রামের বাশার আলি মোল্যার পুত্র নাজমুল ইসলাম (লাদেন) কে গ্রেফতার কারেন। অপরদিকে এএসআই মাহাবুব হাসান অভিযান চালিয়ে এমপি-৩৯০/১৬ (ওয়ারেন্ট) আসামি পাইথালী গ্রামের মৃত অনিল কর্মকারের পুত্র সুকুমার কর্মকারকে গ্রেফতার করেন। এএসআই মাহাবুব হাসান পৃথক অভিযানে জিআর-১৭৮/১৮ (ওয়ারেন্ট) আসামি বল্লভপুর গ্রামের মৃত বাবর আলি শেখের পুত্র কামরুল ইসলামকে গ্রেফতার করেন।