আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ উদ্বোধন করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরগাহপুর ইউনিয়নে ৩ হাজার ৭ শত পরিবারকে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে ১০০০ পরিবারকে চাউল প্রদান করা হয়। বাকীদের চাউল ক্রমান্বয়ে প্রদান করা হবে। চাউল বিতরণ উদ্বোধন করেন, ট্যাগ কর্মকর্তা ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা ফিরোজ আহমেদ। এ সময় ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, মেম্বার আঃ সামাদ, মোত্তাজুল ইসলাম, জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।