আশাশুনি উপজেলার চেচুয়া গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত শফিকুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ জুন সন্ধ্যা ৭.৩০ টার দিকে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত এজাহারে জানাগেছে, চেচুয়া গ্রামের মৃত জনাব আলি গাজীর পুত্র শফিকুল ইসলাম (৪০) এর সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে একই গ্রামের আঃ রহিমের পুত্র আঃ রহমান, মৃত জনাব আলি গাজীর আরেক পুত্র আসাদুল ও রফিকুলদিং এর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে। পূর্ব শত্রুতার জের ধরে তারাসহ নাছিমা খাতুন, জোহরা খাতুন ঘটনার সময় হাতুড়ি, দা, লাঠিশোটা নিয়ে তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে। বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। শফিকুল প্রতিবাদ করলে তারা জীবনে শেষ করে দেওয়ার হুমকী দিয়ে বেদম মারপিট করে হাড়ভাঙ্গা জখম করে। তার স্ত্রী নাছিমা খাতুন স্বামীকে ও আঃ সাত্তার তার ভাইকে ঠেকাতে গেলে তাদেরকেও বেদম মারপিট করে নগদ টাকা ও মূল্য গহনাপত্র ছিনিয়ে নেয়। ঘরের আসবাবপত্র ভাংচুর করে। পাশের লোকজন এগিয়ে গেলে তারা আবারও জীবন নাশের হুমকী-ধামকী দিয়ে কেটে পড়ে। গুরতর আহত শফিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।