সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্রলীগ আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে মশিউর রহমান সজলের সৌজন্যে বগুড়ার সান্তাহারে স্বাধীনতা চত্ত্বরে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করতে অর্ধ শতাধিক ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা ছাত্রলীগের নেতা আহসান হাবিব জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান পিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক আবু, কুন্দ্রগ্রাম ইউনয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম বেলাল হোসেন, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সোহাগ, ছাত্রলীগ নেতা শান্ত, মিরাজ, মোরশেদ প্রমূখ। আলোচনা সভা শেষে অর্ধ শতাধিক ছিন্নমূল পথ শিশুদের হাতে ঈদের পোষাক তুলে দেয়া হয়।