সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। সোমবার সকাল সাড়ে ৯টায় দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে দেবহাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দরা। এ সময় হামলার ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরাইরা, যুগ্ন-সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য আবদুল আলিম মিঠু, সাইফুল ইসলাম, জি,এম আব্বাস উদ্দীন মোসলেম আলী, মোমিনুর রহমান, আবদুস সালাম, নাসিরউদ্দীন সজীব, রুহুল আমিন, ইয়াকুব হোসেন রাজু, আবদুস সামাদ, আসাদুজ্জামান সুমন, আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়ে যে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে তারা বলেন, এ ঘটনা সাংবাদিকদের জন্য একটি কলঙ্কের অধ্যায়। তাই ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানানো হয়।