চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩রা জুন (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে নাচোলের নেজামপুর শাখা কার্যালয়ে এলাকার শতাধিক দুঃস্থ নারী-পুরুষের মাঝে চিনি, সেমাই ও পাপোড় বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এজেন্ট ব্যাংকিং শাখা ইন্চার্জ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক এনামুল হক, নাচোল ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার এ.আর.ও সহিদুল ইসলাম।