নওগাঁর পত্নীতলায় সোমবার ভোরে ৭শত ১০ পিছ ইয়াবা এবং ৫৭গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক স¤্রাট মামুনুর রশীদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা। সে উপজেলার আবাদীয়া পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।
সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন-পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, আটক মামুনুর রশীদ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মাদকের বেশ কয়েকটি মামলাও রয়েছে। সোমবার ভোর রাতে নওগাঁ ডিবি পুলিশের এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং উল্লিখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার করে। আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।