নওগাঁর পত্নীতলায় রোববার রাতে মোঃ ওয়াদুদ নামে মসজিদের এক ইমাম নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার মল্লিকপুর গ্রামের জিল্লুর রহমানের পুত্র ও পাশ^বর্তী ধামইরহাট উপজেলার বস্তাবর জামে মসজিদের ঈমাম।
নিখোঁজ হওয়া ইমাম ওয়াদুদের পারিবারিক ও পতœীতলা থানা সূত্রে জানা গেছে, তিনি রোববার আনুমানিক রাত ১০টায় মসজিদে তারাবির নামাজ পড়ানোর পর মোটর সাইকেলযোগে নিজ গ্রাম মল্লিকপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পথচারীরা তাঁর বাড়ির অদূরেই একটি মোটর সাইকেল পড়ে থাকতে দেখে ও মোটর সাইকেলটি ইমাম ওয়াদুদের বলে চিহ্নিত করে। কিন্তু ইমাম ওয়াদুদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে ইমাম ওয়াদুদের চাচাতো ভাই আবদুস সাত্তার জানান, ওয়াদুদ নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে পতœীতলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে পতœীতলা থানা কর্মকর্তা ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, ইমাম সাবেক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কোন কারণে কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। ঈমামকে উদ্ধারের জোর তৎপরতা চলছে।