নওগাঁর পত্নীতলায় সোমবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে ুশিক্ষার মান উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ^বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস) দিনব্যাপি এই কর্মসূচীর আয়োজন করে।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. রুবাইয়াত ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘পউস’ এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক রাজশাহী বিশ^বিদ্যালয়েল অধ্যাপক কাজী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বুয়েট এর সহযোগী অধ্যাপক মো. জহুরুল ইসলাম, অবঃ অধ্যক্ষ ময়েজ উদ্দিন, অবঃ অধ্যাপক সাইফুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার হোসেন ও পতœীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। ‘পউস’ এর প্রতিষ্ঠাতা সদস্য ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাবিব স্বাতী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ‘পউস’ এর কর্মকান্ড, অগ্রগতি ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন। পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রভাষক আবুল কালাম আজাদ, রাজেশ রায়, ফয়সাল কবির, ড. হাসানুজ্জামান প্রমুখ। বক্তারা তাদের আলোচনায় ‘পউস’ -এর কর্মকা- অব্যাহত রাখতে সার্বিক সহায়তার আশ^াস প্রদান করেন। উল্লেখ্য, রাজশাহী বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত পতœীতলা উপজেলার ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ২০০৭ সালে পউস আতœপ্রকাশ করে। পউস এর পরিধি বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে সাবেক শিক্ষার্থীদের এর সাথে অন্তর্ভূক্ত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সহায়তা, শিক্ষা সেমিনার, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং নবীণ বরণ, বিদায় ও খেলাধুলার আয়োজন করে আসছে।
ছবি ক্যাপশন: নওগাঁর পতœীতলায় ‘পউস’ কর্ত্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান।