দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১ টায় অফিস কক্ষে উপজেলার সখিপুর বেকারমুক্ত গ্রামের অসহায়দেরকে সুদমুক্ত ঋণ বিতরন করা হয়। এই ঋণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব আবু মাসুদ। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু মাসুদের সহধর্মীনি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপসচিব মাসুদা খাতুন, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ইকবাল মাসুদ ও আমেরিকা প্রবাসী আবুবককর সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের ৪ লক্ষ ৪৩ হাজার টাকা সুদমুক্ত ঋণ ১৫ জন দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।