মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের ০১ দিনের বেতন ও সাপাহার সদর ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় এবং নওগাঁ জেলা প্রশাসক এর সার্বিক তত্ত্বাবধানে সাপাহার উপজেলার সদর ইউনিয়নে ২০জন ভিক্ষুক কে স্থায়ীভাবে পুনর্বাসন করা হয়েছে। সোমবার দুপুর ১২ঘটিকায় আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুনর্বাসিত করা হয়, এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পুনর্বাসিত ভিক্ষুকদের প্রত্যেককে ০৮ টি মুরগী, ০৮টি হাঁস,০৩টি ছাগল সহ হাঁস ও মুরগী রাখার ০১ টি করে ঘর প্রদান করেন। এ সময় ওই অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:রুহুল আমিন ্ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ভিক্ষুককে পুনর্বাসিত করা হবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে জানান।