কলারোয়ায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম উদ্দীন (৩৭) উপজেলার কেঁড়াগাছি গ্রামের জামাল উদ্দীনের পুত্র। থানা সূত্র জানায়- কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় এএসআই আলাউদ্দিন, এএসআই মোস্তাক আহম্মেদ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রবিবার (২জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেঁড়াগাছি বাজার থেকে সেলিমকে আটক করেন। সে এসসি-১১৮২/১৬ এর ১বছর সাজা পরোয়ানা ভুক্ত পলাতক আসামি। সোমবার তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।