কলারোয়ায় ১০০গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্র জানায়- কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় এএসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রবিবার (২জুন) রাত পৌনে ১০টার দিকে পৌরসভাধীন মির্জাপুর গ্রাম এলাকা থেকে আমিনুল ইসলামল লালু (৫৪) ও মো. মোমেন (৪৫)কে ১০০গ্রাম গাঁজা সহ আটক করেন। আটকদের বিরুদ্ধে কালারোয়া থানার মামলা [নং-০৪(০৬)১৯] হয়েছে। সোমবার তাদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।