কলরোয়ায় মারামারি মামলা করে বিপাকে পাড়েছে এক অসহায় পরিবার। মামলার স্বাক্ষীদের বাড়ী থাকতে দিচ্ছে না আসামি পক্ষ ও সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে-কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে। ওই গ্রামের ক্ষতিগ্রস্ত রোকনুজ্জামান জানান-উপজেলার বলিয়ানপুর মৌজায় ডিপি ৪১ নং খতিয়ানে ৫৯৮/৮১২ নং দাগে ০৫ শতক জমি আছে। এই জমি নিয়ে প্রতিবেশী আ: জব্বার, আলিম, নূর ইসলামের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এমনকি ওই জমিতে চাষ করতে গেলে তারা মারপিটের হুমকি দিয়ে থাকে। এনিয়ে তাদের নামে একটি সাধারণ ডায়েরী হয়েছে। যার ডায়েরী নং-৪৩৩। এর পরে গত ১৪ আগস্ট ১৮ তারিখে সন্ত্রাসী নুর ইসলাম, আ: জব্বার, মীর কাশেম, সোহেল, রশিদ দলবদ্ধ হয়ে মামলার বাদী রোকনুজ্জামান ও তার পিতা আলহাজ¦ আলতাফ হোসেনকে ধরে মারপিট করে আহত করে। ব্যবসায়ীক এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে সিআরপি-১১৭/১৮ মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এই মামলা করে বাদী ও বাদীর পরিবারবর্গ নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি মামলার স্বাক্ষীরাও বাড়ীতে থাকতে পারছে না। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করারও হুমকি দিচ্ছে আসামি পক্ষ। যে কোন সময় ওই এলাকায় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংখা করছে এলাকাবাসী। বিষয়টি স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে ক্ষতিগ্রস্ত রোকনুজ্জামান ও তার পরিবারবর্গ।