কলারোয়ায় মারপিট ও চুরি মামলা করে আমেরিকা প্রবাসী এখন হুমকির মুখে। সাতক্ষীরা আদালতে স্বাক্ষী দিতে গিয়ে পূর্নারায় তারা সন্ত্রাসী হামলায় স্বীকার হয়েছে। গতকাল বিকালে এমনটির অভিযোগ করেন-আমেরিকা প্রবাসীর ছোট ভাই ব্যবসায়ী মনিরুজ্জামান দফাদার। তিনি জানান-উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামে দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে প্রতিবেশী চাচা মৃত মতলেব দফাদারের ছেলে আমির হোসেনের সহিত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায় সময় আমির হোসেন, রাকিবা খাতুন, ছালেহা খাতুন, বিপ্লব গাজী অন্যায় ভাবে তাদের বাড়ীতে এসে মারপিট করে জমি দখলের চেষ্টা করে বাড়ী ঘর ভাংচুর সহ ক্ষতি সাধন করে আসছে। গত ২১এপ্রিল-১৯ তারা বেআইনী জনতাবন্ধে হত্যার উদেশ্যে মারপিট করিয়া ক্ষতিসাধন ও গুরুত্বর জখম ও চুরিসহ ভয়ভীতি প্রদর্শন করায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-১৩(৪(১৯)। সাতক্ষীরা কোর্টে একটি দেওয়ানী মামলায় গত ৬/৩/১৯ তারিখে স্বাক্ষী গেলে কোর্টের বাহিরে ফাকা স্থানে আমির হোসেনের জামাই বিপ্লব গাজীর নেতৃত্বে এক দল সন্ত্রাসী মনিরুজ্জামান দফাদার, আব্দুল্লাহ দফাদার ওআহসান হাবিবকে ধরে মারপিট করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সাতক্ষীরা জেলা যুবলীগের হস্তক্ষেপের মুখে পড়ে তারা ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে চুরি মামলার আসামি আমির হোসেন, রাকিবা খাতুন ও ছালেহা খাতুন পুলিশের গ্রেফতার এড়াতে সাতক্ষীরার কাটিয়ায় জামাই বিপ্লব গাজীর বাড়ীতে আশ্রায় নিয়েছে বলে জানা গেছে। আর সেখান থেকে ভাড়াটিয়া লোক দিয়ে আমেরিকা প্রবাসীর পরিবারবর্গকে হুমকি দিচ্ছে। বর্তমানে তাদের অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এ ছাড়া আমির হোসেন বিভিন্ন অনলাইন পত্রিকায় তাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন খবর ছাপাচ্ছে। মনিরুজ্জামানের পিতা জমির উদ্দীন দফাদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাদের পরিবারের সকলেই আওমালীগ পরিবারের সদস। আমির হোসেন, রাকিবা খাতুন, ছালেহা খাতুনের নামে কলারোয়া থানায় মামলা নং-১৩(৪)১৯ ও দেওয়ানি পিটিশন নং-১৫৩০/১৮ ফৌ: কা: বি: মামলা রয়েছে।