পাবনার চাটমোহরে রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে চাটমোহর থানার এক এসআই-এর করা মামলায় এক যুবক গ্রেফতার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাটমোহর থানার ওই এসআইসহ পুলিশের কর্মকা- নিয়ে একাধিক ছবি ও স্ট্যাটাস ছড়িয়ে পুলিশের সুনাম ক্ষুন্ন করায় ওই পুলিশ কর্মকর্তা মামলা করেন। গ্রেফতারকৃত হলেন চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম হিমু (৩৫)। থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,মামলার বাদী চাটমোহর থানায় কর্মরত এসআই মাহবুবসহ থানা পুলিশের ছবি দিয়ে পুলিশের বিরুদ্ধে ফেসবুকে ১৫টি স্ট্যাটাস দিয়েছেন। যাতে বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি পুলিশের সুনাম ক্ষুন্ন হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান,গত রবিবার রাশেদুল ইসলাম হিমুর বিরুদ্ধে মামলা হলে গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে,রাশেদুল ইসলাম হিমু কিছুটা মানসিক রোগি। স্থানীয় একটি পত্রিকার সংবাদদাতা হিমু নিজেকে কবি পরিচয় দেন। তার লেখা কবিতা স্থানীয় পত্র-পত্রিকায় ইতোপূর্বে প্রকাশিত হয়েছে।