স্বামী ও শ্বশুড়ের নির্মম নির্যাতনে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে শষ্যাশয়ী গৃহবধূ সুমা বেগমকে (৩০) হাসপাতাল ত্যাগের হুমকি অব্যাহত রেখেছে স্বামী ও তার ভাড়াটিয়া লোকজনে। এতে মানসিকভাবে আরও ভেঙ্গে পরেছেন দুই সন্তানের জননী ওই গৃহবধু। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পৌর এলাকার গেরাকুল মহল্লার আবদুল হক বেপারীর কন্যা আহত গৃহবধু সুমা বেগম জানান, দীর্ঘ পনের বছরপূর্বে পাশর্^বর্তী আশোকাঠী গ্রামের কাঞ্চন সরদারের পুত্র সেলিম সরদারের সাথে তার সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। তিনি আরও জানান, বিয়ের পর থেকেই নানান অজুহাতে স্বামী, শ্বশুর, শ্বাশুরি কারণে অকারণে তাকে নির্যাতন করে আসছে। রবিবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরধরে স্বামী সেলিম সরদার ও শ্বশুর কাঞ্চন সরদার তাকে (সুমা বেগম) অমানুষিক নির্যাতন করে। এ সময় মায়ের উপর ভয়াবহ নির্যাতন দেখে অষ্টম শ্রেনীতে পড়-য়া সুমার কন্যা সেতু আক্তার এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে স্থানীয় কতিপয় ভাড়াটিয়া লোকজনে তাকে (সুমা) হাসপাতাল ত্যাগের হুমকি দিয়ে আসছে।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, গৃহবধু সুমা বেগমের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।