প্রতিবছরের মতো সৌদি আরবের সাথে মিল রেখে জেলার সাড়ে তিন হাজার পরিবার আগাম ঈদ-উল ফিতর উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন। নগরীর ২৩নং ওয়ার্ডে তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ ময়দানে কাদেরিয়া, চিশতিয়া তরিকার অনুসারীরা আগাম ঈদের প্রধান জামাতের আয়োজন করেছেন। এ ছাড়া নগরীরর চৌধুরী বাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদ এবং জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের আকন বাড়ি, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, কেদারপুর গ্রামের আবদুল মান্নান হাওলাদারের বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গীর সিকদারের বাড়ি, মুলাদী উপজেলার শ্রীরামপুর, মাধবপাশার সাদেক দুয়ারির বাড়ি ও আগৈলঝাড়ার পয়সারহাট গ্রামে আগাম ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। কাদেরিয়া তরিকার অনুসারীরা চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারী এসব গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবার প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করে আসছেন।