এতিম, দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যক্তিগত অর্থায়নে ৪৫০জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছেন জেলার গৌরনদী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খান। সোমবার দিনব্যাপী টরকী ও সুন্দরদী মহল্লায় কোমলমতি এসব অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন ইমরাত খান ও তার সহকর্মীরা। নতুন পোশাক পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় এসব এতিম, দুঃস্থ ও অসহায় শিশু।