ঈদ-উল ফিতরের ছুটিতে রোগীদের চিকিৎসা সেবা দিতে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ও আধুনিক চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে ঘিরে চিকিৎসক-নার্স ও কর্মচারীদের ঈদের ছুটিতে বিশেষ রোষ্টার করা হয়েছে। পাশাপাশি ঈদের দিন ও পরেরদিন হাসপাতালে দায়িত্বপালনকারী চিকিৎসকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে এরইমধ্যে হাসপাতালের বিভিন্ন ইউনিটের বেড খালি হতে শুরু করেছে। কোন রোগী স্ব-ইচ্ছায় আবার কোন রোগীকে ছাড়পত্র দিয়ে দেয়া হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কোন রোগীকে জোর করে ছাড়পত্র দেয়া হচ্ছেনা। সুস্থ এবং রোগীদের ইচ্ছায় ছাড়পত্র দেয়া হচ্ছে। তবে যারা গুরুত্বর অসুস্থ তাদের কোনভাবেই রিলিজ দেয়ার সুযোগ নেই। হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালে একটি ব্যাচের ইন্টার্নি শেষের পথে আর একটির শুরু হয়েছে। তাই এবারে ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা গোটা হাসপাতালে দ্বিগুন রয়েছে। মোট ৩২৬ জন ইন্টার্নদের মধ্যে ৫০ জনের ওপরে ভিন্ন ধর্মালম্বী রয়েছে। এ ছাড়া দেড়শ’র ওপরে রয়েছে যারা দূরের জেলায় বাড়ি। তাই সবমিলিয়ে ঈদের ছুটিতে শতাধিকের মতো ইন্টার্ন চিকিৎসক ঈদের ছুটিতে হাসপাতালে বিভিন্ন সময়ে রোগীদের সেবায় দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাসপাতালে মিডলেভেল (রেজিষ্ট্রার, সহকারী রেজিষ্ট্রার, আইএমও, আরএমওসহ বিভিন্ন পদ) চিকিৎসকের ২২৪টি পদে ১০৬জন চিকিৎসক রয়েছে। যারমধ্যে মাত্র ১৭জন রয়েছে ভিন্ন ধর্মালম্বী। তবে আশপাশে যাদের বাড়ি তাদেরসহ সবমিলিয়ে অর্ধশতাধিক মিডলেভেলের চিকিৎসকরা ঈদের ছুটিতে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৮০৬টি পদের অনুকূলে ৭৬৮জন নার্সিং কর্মকর্তার মধ্যে ৩২০জনের একটি ঈদ স্পেশাল রোষ্টার চূড়ান্ত করা হয়েছে।
স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান জনকণ্ঠকে বলেন, মূলত হাসপাতালের বহিঃবিভাগ ঈদের দিন বন্ধ থাকবে। এ ছাড়া আন্তঃবিভাগে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেয়া হবে। আমরা ঈদে সর্বোচ্চ পাঁচদিনের ছুটি কাটাতে পারি। তবে নার্সিং দপ্তরের পক্ষ থেকে হিন্দুসহ ভিন্ন ধর্মালম্বীদের নিয়ে একটি বিশেষ রোষ্টার করা হয়েছে। এতে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে। এদিকে স্বাভাবিক সময়ে ৮০ থেকে একশ’ জনের মতো রোগী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে স্ব-ইচ্ছায় নয়তো ছাড়পত্র নিয়ে চলে গেলেও, ঈদকে ঘিরে গত কয়েকদিন ধরে এ চলে যাওয়ার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেখানে রোগীর উপচে পড়া ভিড় ছিলো, সেখানে এরইমধ্যে বেড ফাঁকা হয়ে গেছে।
প্রশাসনিক দফতর সূত্রে জানা গেছে, গত ২৯ মে হাসপাতালে এক হাজার দুইশ’ জনের ওপরে রোগী ছিলো। যারমধ্যে ৩০ মে চারশ’ রোগী চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন, আর ৭৭জন স্ব-ইচ্ছায় কাউকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তবে ওইদিন ৩৪২ জন রোগী নতুন করে ভর্তিও হয়েছেন। একইভাবে ৩১ মে ১৭৭জন রোগী চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে এবং ৮৯ জন স্ব-ইচ্ছায় কাউকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ওইদিন নতুন করে তিনশ’ জনের মতো রোগী ভর্তি হয়েছেন। ১ জুন ৩৫৯ জন রোগী চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে এবং ৮৮জন স্ব-ইচ্ছায় কাউকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। আর ওইদিন নতুন করে সাড়ে তিনশ’ রোগী ভর্তি হয়েছেন। ২ মে সকালে হাসাপাতালে রোগী ছিলো ৯৫৫ জন।