পিরোজপুরের ভান্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া এপি’র সহযোগিতায় ‘শিশু সুরক্ষা বিষয়ক’ এক মতবিনিময় গতকাল সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম। প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মশিউর রহমান মৃধা, থানা কর্মকর্তা ইনচার্জ মো.শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার জনকল ডি রোজারিও, প্রেসক্লাবের সহ সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠু, ওয়ার্ল্ড ভিশন এপি প্রোগ্রাম কর্মকর্তা মানিক হালদার, শিউলি কষ্ট্রা, আগষ্টিম সরকার, শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা স্বপন ফলিয়া প্রমূখ। বক্তারা শিশুদের সুরক্ষা কাজ করার আহবান জানানোসহ নির্যাতিত শিশুদের পাশে দাড়ানোর আহবান জানান।